ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আফগানিস্তানের ভেতর থেকে চালানো হামলায় পাকিস্তানি ৫ সৈন্য নিহত

যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তানের ভেতর থেকে চালানো হামলায় পাক-আফগান সীমান্তে ৫ পাকিস্তানি সৈন্য নিহত হয়েছেন। শনিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পাকিস্তানের কুররম জেলায় অবস্থিত আফগান সীমান্তে চালানো আক্রমণে ওই প্রাণহানির ঘটনা ঘটে।


রবিবার (৬ ফেব্রুয়ারি) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গত বছরের আগস্ট মাসে কট্টর ইসলামিক সংগঠন তালেবান রাজধানী কাবুলের ক্ষমতা দখলের পর বিষয়টি নিয়ে দ্বিতীয়বার আফগানিস্তান থেকে পাকিস্তানি সৈন্যদের ওপর আক্রমণের ঘটনা ঘটল।


পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া শাখা ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) রবিবার বিবৃতির মাধ্যমে জানিয়েছে, পাকিস্তানের কুররম জেলায় আন্তর্জাতিক সীমান্তে আফগানিস্তানের ভেতর থেকে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। এতে পাকিস্তানের ৫ সৈন্য নিহত হয়েছেন।


বিবৃতিতে আরও বলা হয়, আফগানিস্তানের মাটি ব্যবহার করে সন্ত্রাসীরা পাকিস্তানের বিরুদ্ধে কর্মকাণ্ড পরিচালনা করছে। পাকিস্তান বিষয়টির তীব্র নিন্দা জানাচ্ছে। ইসলামাবাদ আশা করে, আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার ভবিষ্যতে নিজেদের ভূখণ্ড থেকে পাকিস্তানবিরোধী কর্মকাণ্ড পরিচালিত হতে দেবে না।


একটি সূত্রের বরাতে পাক মিডিয়া দ্য ডন জানিয়েছে, শনিবার রাত ৮টার দিকে আফগান সীমান্তের ভেতর থেকে পাকিস্তানি সৈন্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু হয় এবং এর জবাবে সামরিক বাহিনীর সদস্যরাও পাল্টা গুলিবর্ষণ করে। পরবর্তী তিন ঘণ্টা ওই গুলিবিনিময় চলে।


এ দিকে বিবৃতির মাধ্যমে পাক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ জানিয়েছেন, তালেবানের উচিৎ- প্রতিশ্রুতি অনুযায়ী, এ ধরনের ক্রস বর্ডার হামলা বন্ধ করা।


যদিও নিজেদের ভূখণ্ড ব্যবহার করে পাক সেনাবাহিনীর সদস্যদের ওপর গুলিবর্ষণের কথা অস্বীকার করেছে আফগান সরকার।


আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের উপ মুখপাত্র বিলাল কারিমি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আমরা সব দেশকে নিশ্চয়তা দিচ্ছি, বিশেষ করে আমাদের প্রতিবেশীদের নিশ্চিত করছি যে- কেউই তাদের বিরুদ্ধে আমাদের ভূখণ্ড ব্যবহার করতে পারবে না।


এর আগে গত বছরের আগস্ট মাসের শেষ দিকে আফগানিস্তান সীমান্তে প্রায় একই ধরনের একটি হামলায় দুই পাকিস্তানি সৈন্য নিহত হয়েছিলেন। তালেবান যোদ্ধারা রাজধানী কাবুলসহ পুরো আফগানিস্তানের দখল নেওয়ার পর সেটিই ছিল প্রথম এ ধরনের হামলা।

ads

Our Facebook Page